ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

টাইগারদের ফিল্ডিং কোচ হিসেবে সালেহকে নিয়োগ দিয়েছে বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য রাজিন সালেহকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা রাজিন সালেহকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। এখন পর্যন্ত শুধু আফগানিস্তান সিরিজের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’


ঘরের মাঠে আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বাজে ফিল্ডিংয়ের জের ধরে রায়ান কুককে ছাটাই করে বিসিবি। তার জায়গায় এতদিন ছিলেন মিজানুর রহমান বাবুল। এবার দায়িত্ব পেলেন রাজিন।


২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন রাজিন। এরপর বিভিন্ন ক্লাবের হয়ে কোচিং শুরু করেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের ফিল্ডিং কোচ হিসেবে আছেন তিনি।

ads

Our Facebook Page